হোম > ছাপা সংস্করণ

যানজটে দুর্ভোগ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা পৌরশহর যানজটের শহরে পরিণত হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রিকশা, ভ্যান ও অটোরিকশা দাঁড়িয়ে থাকাসহ ফুটপাতে দোকানপাট গড়ে ওঠায় সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। এতে পথচারী চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

জানা যায়, পৌরশহর দিয়ে পাটগ্রামের বুড়িমারী, ডোমারের চিলাহাটি ও তেঁতুলিয়ার বাংলাবান্ধা—এই তিনটি স্থলবন্দর থেকে প্রতিদিন বহু পণ্যবাহী গাড়ি চলাচল করে। এ ছাড়া ডালিয়া, ডোমার, ডিমলা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে দেশের দক্ষিণ অঞ্চলের হাজার হাজার যানবাহন চলাচল করে।

স্থানীয় লোকজন জানান, এখানকার বেশির ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করায় আয়–রোজগারের পথ হিসেবে বেছে নিয়েছেন রিকশা, ভ্যান, ইজিবাইক ও অটোরিকশা। ট্রাফিক পুলিশের ইনচার্জ মনিরুল আলম বলেন, ‘এখানকার অবস্থা অনুযায়ী আমাদের জনবলসংকট। পৌরশহরটিতে মানুষের চলাচলের জন্য ফুটপাতের ব্যবস্থা না থাকায় একই রাস্তা দিয়ে গাড়ি, রিকশাভ্যান ও মানুষ চলাচল করতে হচ্ছে। এ ছাড়া নাইটকোচগুলো রাখার পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে।’

পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন, ‘উন্নয়নের অংশ হিসেবে বাইপাস সড়ক নির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থা করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ