নীলফামারীর জলঢাকা পৌরশহর যানজটের শহরে পরিণত হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রিকশা, ভ্যান ও অটোরিকশা দাঁড়িয়ে থাকাসহ ফুটপাতে দোকানপাট গড়ে ওঠায় সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। এতে পথচারী চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।
জানা যায়, পৌরশহর দিয়ে পাটগ্রামের বুড়িমারী, ডোমারের চিলাহাটি ও তেঁতুলিয়ার বাংলাবান্ধা—এই তিনটি স্থলবন্দর থেকে প্রতিদিন বহু পণ্যবাহী গাড়ি চলাচল করে। এ ছাড়া ডালিয়া, ডোমার, ডিমলা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে দেশের দক্ষিণ অঞ্চলের হাজার হাজার যানবাহন চলাচল করে।
স্থানীয় লোকজন জানান, এখানকার বেশির ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করায় আয়–রোজগারের পথ হিসেবে বেছে নিয়েছেন রিকশা, ভ্যান, ইজিবাইক ও অটোরিকশা। ট্রাফিক পুলিশের ইনচার্জ মনিরুল আলম বলেন, ‘এখানকার অবস্থা অনুযায়ী আমাদের জনবলসংকট। পৌরশহরটিতে মানুষের চলাচলের জন্য ফুটপাতের ব্যবস্থা না থাকায় একই রাস্তা দিয়ে গাড়ি, রিকশাভ্যান ও মানুষ চলাচল করতে হচ্ছে। এ ছাড়া নাইটকোচগুলো রাখার পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে।’
পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন, ‘উন্নয়নের অংশ হিসেবে বাইপাস সড়ক নির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থা করা হবে।’