চট্টগ্রামের রাউজানে অস্ত্র, গুলিসহ মো. সৈয়দ হোসেন ওরফে ফারুক (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে রাউজান পৌরসভার রাবার বাগান গিরিছায়া রেস্টুরেন্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফারুক রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের বটতলা এলাকার বাসিন্দা।
র্যাবের করা মামলার এজাহার থেকে জানা গেছে, চট্টগ্রাম-রাঙামাটি সড়কে রাত্রিকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে অস্ত্রসহ চট্টগ্রামে যাচ্ছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব রাবার বাগান গিরিছায়া রেস্টুরেন্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি রাইফেল,৮টি বুলেট ও ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।