রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরিচালিত বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড ও সুইডেনের রাষ্ট্রদূত। গতকাল বৃহস্পতিবার ১টা ৫০ মিনিটে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিজ নাথালি চুয়ার্ড ও সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে বিএসপিআই পরিদর্শন করেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে আসার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হোসেন চৌধুরী এবং বিএসপিআইয়ের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার রাষ্ট্রদূতদের ফুল দিয়ে স্বাগত জানান। এরপরে তাঁরা প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। পরে প্রতিষ্ঠানের পক্ষ হতে অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার তাঁদের ক্রেস্ট প্রদান করেন।