বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে বরিশালে গণ-অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
গণ-অনশনে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ, সদস্যসচিব আলী হায়দার বাবুল, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু ও সদস্যসচিব আকতার হোসেন মেবুল, উত্তর জেলা বিএনপি আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, বরিশাল জেলা মহিলা দল সভাপতি ফারহানা তিথি, উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন জাহান শিমু, কোতয়ালী বিএনপির সভাপতি এনায়েত হোসেন বাচ্চু প্রমুখ।