বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে কোক স্টুডিও বাংলা। জনপ্রিয় বাংলা গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশ করে তরুণ প্রজন্মের মধ্যে আরও ব্যাপক আকারে ছড়িয়ে দিয়েছে প্ল্যাটফর্মটি। এরই মধ্যে প্রকাশ পেয়েছে কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের সাতটি গান। পরিকল্পনা চলছে দ্বিতীয় সিজনের।
এবার আরও বড় চমক নিয়ে আসছে কোক স্টুডিও বাংলা। দ্বিতীয় সিজনে এ প্ল্যাটফর্মে শোনা যাবে ওস্তাদ রশিদ খানের গান। গতকাল শুক্রবার ছিল উপমহাদেশের এই প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পীর জন্মদিন। বিশেষ দিনে ভারতীয় সংবাদমাধ্যমকে বিশেষ খবরটি জানিয়েছেন ওস্তাদ রশিদ খান। শাস্ত্রীয় সংগীতকে ফিউশনের মিশেলে ভিন্ন আঙ্গিকে তুলে ধরবেন তিনি কোক স্টুডিও বাংলার নতুন গানে।
ওস্তাদ রশিদ খান বলেন, ‘ফিউশন করতে আমার সব সময়ই ভালো লাগে। এবার ছেলেকে নিয়ে বাংলাদেশে ফিউশন করব। শাস্ত্রীয় সংগীত তো গাইবই। কিন্তু সেই গানকে একটু ভিন্ন আঙ্গিক থেকে তুলে ধরব। সেসব নিয়েই আপাতত ভাবনা-চিন্তা করছি।’ বাংলাদেশের সঙ্গে ওস্তাদ রশিদ খানের সম্পর্ক অনেক দিনের। গান শোনাতে বাংলাদেশে এসেছেন বেশ কয়েকবার। ঢাকায় আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসবের প্রায় প্রতি আসরে সুরে-তালে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছেন।
এ বিষয়ে বাংলাদেশে কোক স্টুডিও বাংলার আয়োজক প্রতিষ্ঠান গ্রে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন বলেন, ‘ওস্তাদ রশিদ খানকে নিয়ে প্রথম সিজনেই পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু কোভিডের জন্য হয়ে ওঠেনি। দ্বিতীয় সিজনে তাঁর গাওয়ার কথা চলছে। তাঁর গান ছাড়াও দ্বিতীয় সিজনে থাকবে অনেক চমক।’
ভারতের সম্মানজনক পদ্মভূষণ ও পদ্মশ্রী পাওয়া রশিদ খানের জন্ম উত্তর প্রদেশে। রামপুর-সহসওয়ান ঘরানার প্রতিষ্ঠাতা ইনায়েত হোসেন খানের প্রপৌত্র তিনি। শাস্ত্রীয় সংগীত ছাড়াও বলিউডের ‘জব উই মেট’, ‘মাই নেম ইজ খান’, ‘হেট স্টোরি’, ‘রাজ থ্রি’, টালিউডের ‘বাপি বাড়ি যা’সহ অনেক সিনেমায় গেয়েছেন ওস্তাদ রশিদ খান।