তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) মনিরামপুরের ১৬ ইউপিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯১২ জন।
গতকাল রোববার দুপুর পর্যন্ত পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে। আগামীকাল মঙ্গলবার এই মনোনয়নপত জমা দেওয়ার শেষ দিন।
এ পর্যন্ত চেয়ারম্যান পদে ৮৭ জন, সংরক্ষিত নারী সদস্যপদে ১৭৮ জন ও সাধারণ সদস্য পদে ৬৪৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জানা গেছে, রোহিতা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন মনোনয়নপত্র কিনেছেন। কাশিমনগরে চেয়ারম্যান পদে ৫ জন, নারী সদস্যপদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন, ভোজগাতীতে চেয়ারম্যান পদে ৬ জন, নারী সদস্যপদে ১১ জন ও ইউপি সদস্য পদে ৩৫ জন এবং ঢাকুরিয়ায় চেয়ারম্যানপদে ৫ জন, নারী সদস্যপদে ১৩ জন ও ইউপি সদস্য পদে ৩৯ জন মনোনয়নপত্র কিনেছেন।
হরিদাসকাটিতে চেয়ারম্যানপদে ৭, নারী সদস্যপদে ১২ ও ইউপি সদস্য পদে ৪১ জন; মনিরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, নারী সদস্যপদে ১০ জন ও ইউপি সদস্য পদে ৩৩ জন; খেদাপাড়ায় চেয়ারম্যানপদে ৭ জন, নারী সদস্যপদে ৯ জন ও ইউপি সদস্য পদে ৫০ জন, ঝাঁপায় চেয়ারম্যানপদে ৬ জন, নারী সদস্য পদে ৯ জন ও ইউপি সদস্য পদে ৩৮ জন মনোনয়নপত্র নিয়েছেন।
মশ্মিমনগরে চেয়ারম্যান পদে ৪ জন, নারী সদস্য পদে ১০ জন ও ইউপি সদস্য পদে ৪৯ জন; চালুয়াহাটিতে চেয়ারম্যান পদে ৬ জন, নারী সদস্য পদে ১৬ জন ও ইউপি সদস্য পদে ৪৩ জন; শ্যামকুড়ে চেয়ারম্যান পদে ৪ জন, নারী সদস্য পদে ১১ জন ও ইউপি সদস্য পদে ৬০ জন; খানপুরে চেয়ারম্যান পদে ৮ জন, নারী সদস্য পদে ১০ জন ও ইউপি সদস্য পদে ৪৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দূর্বাডাঙায় চেয়ারম্যান পদে ৬ জন, নারী সদস্য পদে ১২ জন ও ইউপি সদস্য পদে ৩৬ জন; কুলটিয়ায় চেয়ারম্যান পদে ৭ জন, নারী সদস্য পদে ১৫ জন ও ইউপি সদস্য পদে ৩৬ জন; নেহালপুরে চেয়ারম্যান ৩ জন, নারী সদস্য ১১ জন ও ইউপি সদস্য ৩৬ জন এবং মনোহরপুরে চেয়ারম্যান পদে ২ জন, নারী সদস্য ৯ জন ও ইউপি সদস্য পদে ২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।