চট্টগ্রামের রাউজানে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাইজ্জে মিয়ার ঘাটা নামক এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক নামের এক ব্যক্তি চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশের ওই বাসাসংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে দুর্গন্ধ পান। পরে ওই বাসায় একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে তাঁরা লাশ উদ্ধার করেন। দুই কক্ষের টিনের ঘরটির মালিক রফিকুল আলম প্রবাসে থাকে। গত ৬ মাস ধরে সেখানে কোনো ভাড়াটে ছিল না।
নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মরদেহের মাথার খুলিতে পোকা বাসা বেঁধেছে। দুর্গন্ধ ছড়াচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘লাশটি নারী না পুরুষের এখনো নিশ্চিত নই। গলে যাওয়ায় বোঝা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।’