হোমনা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে হ্যাটট্রিক জয়ের রেকর্ড গড়েছেন চারজন প্রার্থী। তাঁরা হলেন ঘাগুটিয়া ইউপির মো. মফিজুল ইসলাম গনি, দুলালপুর ইউপির মো. জসিম উদ্দিন সওদাগর, আছাদপুর ইউপির মো. জালাল উদ্দিন পাঠান ও ঘারমোড়া ইউপির মো. শাহজাহান মোল্লা।
এই চারজনের মধ্যে দুলালপুর ইউপির মো. জসিম উদ্দিন সওদাগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। আছাদপুর ইউপির মো. জালাল উদ্দিন পাঠান আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। অপর দুই প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়েছেন।
ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম গনি টানা চারবার চেয়ারম্যান হলেন। তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকার জনগণ আমাকে ভালোবাসে বলেই তাঁরা ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন।’