হোম > ছাপা সংস্করণ

পেটালেন চেয়ারম্যান হাসপাতালে মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরামে এক দোকান কর্মচারীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর বাজার এলাকার সাবেক ইউপি মেম্বার বাবুলের রড-সিমেন্টের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইতিমধ্যে সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়েছে। চেয়ারম্যান পলাতক আছেন।

নিহত শাহীন চৌধুরী একই এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্ত্রী আফরোজা আক্তার জানান, শাহীন চৌধুরী সাবেক মেম্বার বাবুলের রড-সিমেন্টের দোকানে কর্মরত ছিলেন। এ সময় চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোর ঘনিষ্ঠ সহযোগী হাশেমকে দেখে তাঁর কাছে দোকানের পাওনা ৭ লাখ টাকা চান তিনি। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাশেম ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে চেয়ারম্যান ভুট্টোকে ঘটনাটি জানান। এরপর চেয়ারম্যান তাঁর দলবল নিয়ে ঘটনাস্থলে এসে শাহীন চৌধুরীকে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা শাহীনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল

থেকে লাশ নিয়ে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনায় নিহতের স্ত্রী আফরোজা বাদী হয়ে পাঁচজনকে অজ্ঞাত দেখিয়ে চেয়ারম্যান ভুট্টোসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ইতিমধ্যে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ