হোম > ছাপা সংস্করণ

পাওনা টাকা চাওয়ায় মারধর

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে মারধর ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শহিদুল গত সোমবার মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। তিনি উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের বাসিন্দা এবং ১৩৩ নম্বর পশ্চিম সেনের টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।

মামলার আরজি সূত্রে জানা গেছে, পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের চৌমুহনী নতুন বাজারে শহিদুল সার ও ওষুধের ব্যবসা করে আসছেন। তাঁর দোকান থেকে একই এলাকার মহারাজ আকন দীর্ঘদিন ধরে সার ও ওষুধ কেনাকাটা করেন। এতে মহারাজ আকনের কাছে ১ হাজার ৩৩৯ টাকা পাওনা। কিন্তু এ টাকা তিনি দীর্ঘদিন ধরে পরিশোধ করছেন না। গত রোববার দুপুরে ওই টাকা চাইতে গেলে মহারাজ ক্ষুব্ধ হয়ে শহিদুলকে মারধর শুরু করেন। একপর্যায়ে মহারাজ আকনের ছেলে মুন্না আকন এসেও শহিদুলকে মারধর ও দোকানে ভাঙচুর চালান। দোকানের ক্যাশ বাক্সে থাকা প্রায় দেড় লাখ টাকা মুন্না ছিনিয়ে নিয়ে যান। আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

এ ব্যাপারে তাঁর বক্তব্য জানার জন্য মহারাজ আকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক বলেন, ‘এখনো মামলার কপি হাতে পাইনি। কপি পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ