‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজ দিয়ে নতুন শেফালি শাহর জন্ম হয়েছে। ২০১৯ সালে প্রকাশ পাওয়া সিরিজটি বহুল আলোচিত ও প্রশংসিত। একমাত্র ভারতীয় সিরিজ হিসেবে এমি অ্যাওয়ার্ড জিতেছে এটি। শেফালিও পেয়েছেন একাধিক পুরস্কার। এই সিরিজ দিয়ে ভারতের ওটিটির সম্রাজ্ঞী হয়ে উঠলেন শেফালি। তিন দশকের অভিনয় ক্যারিয়ার তাঁর।
মাঝেমধ্যে অভিনয়ের প্রশংসা পেলেও, এভাবে লাইমলাইটে আসা হয়নি।
২৬ আগস্ট মুক্তি পেয়েছে ‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন। সেখানেও ডিসিপি ভার্তিকা চতুর্বেদীর চরিত্রে আছেন শেফালি। সমানতালে প্রশংসা মিলছে। এই মাসে মুক্তি পেয়ে প্রশংসিত আলিয়া ভাট প্রযোজিত সিনেমা ‘ডার্লিংস’। ছিলেন শেফালি। মাসখানেক আগে মুক্তি পায় ‘জলসা’। বিদ্যা বালানের বাড়ির পরিচারিকার চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছেন। অন্যদিকে মুক্তিপ্রাপ্ত ‘হিউম্যান’-এ কীর্তি কুলহারির সঙ্গে অভিনয় করলেন এক চিকিৎসকের চরিত্রে। নির্দিষ্ট কোনো চরিত্রে কোনো দিনও ধরে রাখা যায়নি শেফালিকে। ডাক্তার থেকে পরিচারিকা, পুলিশ থেকে নিম্নমধ্যবিত্ত পরিবারের নারী… শেফালির অভিনয়ের ব্যাপ্তি অনেক।
শেফালি বলেন, ‘ক্যারিয়ারের এই সময়ে এসে পরিচালকদের বোঝাতে সক্ষম হলাম, শেফালিও টেনে নিয়ে যেতে পারে গল্প। ক্যারিয়ারের সবচেয়ে সুসময়টা উপভোগ করছি। আমার কথা মাথায় রেখে এখন চিত্রনাট্য তৈরি হয়। একজন অভিনয়শিল্পীর জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে?’
শেফালির খুঁটিনাটি