হোম > ছাপা সংস্করণ

সেতুমন্ত্রীর ছবি ব্যঙ্গ যুবক কারাগারে

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জামালপুরের মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ গত রোববার রাতে উপজেলার আদারভিটা ইউনিয়নের হেমরাবাড়ি এলাকা থেকে রিগেন নামের ওই যুবককে গ্রেপ্তার করে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় ডিজিটাল আইনে মামলা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার যুবক তাঁর ফেসবুক পেজে ওবায়দুল কাদেরের ছবি ব্যঙ্গ করে পোস্ট দিয়ে সেখানে লেখেন, ‘আমাদের কাউয়া’। বিষয়টি আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের নজরে এলে শুরু হয় উত্তেজনা। এই পরিপ্রেক্ষিতে রাতেই ইউনিয়ন যুবলীগের সভাপতি আতিকুর রহমান বাদী হয়ে মো. রিগেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন।

মামলার বাদী আতিকুর রহমান বলেন, ফেসবুকে দেওয়া এই ব্যঙ্গচিত্রে ওবায়দুল কাদেরের সম্মান ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি তাঁকে ব্যথিত করেছে। এ কারণে তিনি মামলা করেন।

এ ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর অভিযান চালিয়ে ওই যুবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ