সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রাশিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
গত শুক্রবার বিকেলে পূর্ব পাগলা ইউনিয়নের রনসী, চিকারকান্দি, কাড়ারাই গ্রামসহ বিভিন্ন এলাকায় একসঙ্গে দুই মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচার চালান তিনি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাশিকুল ইসলাম বলেন, ‘অন্য প্রার্থীরা দুই মাইক দিয়ে প্রচারণা চালিয়েছেন। তাই আমিও চালিয়েছি।’
পূর্ব পাগলা ইউপির দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, একসঙ্গে দুই ছাতা মাইক দিয়ে প্রচার চালানো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা রেওয়া হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, দুই ছাতা দিয়ে মাইকিং করা আচরণবিধি লঙ্ঘন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।