ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা সম্প্রতি চূড়ান্তে পৌঁছে। এ অবস্থায় গত বৃহস্পতিবার ডিসেম্বর মাসে দ্বিতীয়বারের মতো আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি মাসে উভয় পক্ষের আলোচনার আগে এ ফোনালাপ ইতিবাচক পটভূমি তৈরি করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আলোচনায় বাইডেন পুতিনকে বলেন, কার্যকর পদক্ষেপের জন্য ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়াকে সৈন্য কমাতে হবে। আর রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়া মস্ত ভুল হবে বলে মন্তব্য করেছেন পুতিন।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে ১০ জানুয়ারি জেনেভায় দুই দেশের আলোচনা অনুষ্ঠিত হবে।