চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুরে পৃথক দুটি সারের দোকান অভিযান চালিয়ে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সজল আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে সার বিক্রয় করা ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে হারুন-অর-রশিদ ট্রেডার্সের মালিক হারুনর রশীদকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি মামুন স্টোরকে মেয়াদ উত্তীর্ণ ফিড বিক্রির দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট সজল আহমেদ বলেন, ‘ভোক্তার অধিকার সংরক্ষণে আমরা সব সময় তৎপর।’