অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে মাদক কারবারি ‘গাঁজা মোমিন’ নামে পরিচিত মোমিন গাজীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন খুলনার একটি আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।
গতকাল রোববার খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোমিন গাজী অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার মৃত গফুর গাজীর ছেলে।
জানা গেছে, ২০১১ সালের ২ মার্চ সোনাডাঙ্গার পুলিশ ৬০ কেজি গাঁজাসহ তিনি আটক হন।