চুয়াডাঙ্গায় আমজাদ হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে ৩৫২টি বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার কেদারগঞ্জ সিঅ্যান্ডবি পাড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ জানান, জেলার কেদারগঞ্জ সিঅ্যান্ডবি পাড়ায় অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৩৫২টি বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে।