বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদত হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার উপপরিচালক শওকত ওসমান। স্বাগত বক্তব্য দেন জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার আফজাল হোসেন, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের আহ্বায়ক নীতিশ সাহা।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বর্তমানে উন্নয়নের বিপ্লব চলছে। উন্নয়নের এই ধারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও নেতাদের কাছে প্রশংসিত হয়েছে। দলমত-নির্বিশেষে সবাইকে দেশের প্রতি আস্থা, বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে। ঐক্যবদ্ধভাবে দেশকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে।