হোম > ছাপা সংস্করণ

‘নাগা মরিচ’ চাষে ঝুঁকছে চরফ্যাশনের কৃষকেরা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

দেশে বিভিন্ন জাতের প্রচলিত মরিচের মধ্যে বেশ জনপ্রিয় একটি মরিচের নাম হলো ‘নাগা মরিচ’। তবে অঞ্চল ভেদে নাগা মরিচের ভিন্ন নাম রয়েছে। সেই নামগুলো হলো বোম্বাই মরিচ, ফোটকা মরিচ।

চলতি মৌসুমে চরফ্যাশন উপজেলার কৃষকেরা অন্য ফসলের পাশাপাশি নাগা মরিচ চাষে ঝুঁকছেন। লাভজনক হওয়ায় ছোট-বড় অনেক চাষি এখন নাগা মরিচের চাষ করেন।

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, চরফ্যাশন উপজেলায় উপজেলায় ৮৫ হাজার ১৯২ হেক্টর আবাদি জমি ও ৩ হাজার ৩৩৭ হেক্টর অনাবাদি জমি রয়েছে। আবাদি জমির মধ্যে ১০ হাজার ১২০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। এ ছাড়া অন্যান্য সবজিসহ ধান চাষ হয়েছে ৭৫ হাজার ৭২ হেক্টর জমিতে।

জিন্নাগর ইউনিয়নের চক বাজার এলাকার কৃষক মো. আবদুর রহিম (৩০) বলেন, ‘চার হাজার টাকার বোম্বাই মরিচের বীজ কিনে বীজতলায় বপন করেছি। এরপর প্রায় ২০ হাজার টাকার চারা বিক্রি করেছি এবং বাকি চারা অন্য সবজির পাশাপাশি ১২০ শতাংশ জমিতে চাষ করেছি। বোম্বাই মরিচের চাষ করে চারবার তোলায় প্রায় ৮০ হাজার টাকার মরিচ বিক্রি করেছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন বলেন, ‘উর্বর দো-আঁশ মাটি নাগা মরিচ চাষাবাদের জন্য উপযোগী। মরিচ শীত ও গ্রীষ্ম মৌসুমে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা যায়। উপজেলায় রবি মৌসুমে ১০ হাজার ১২০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। চর মাদ্রাজ, জাহানপুর, চর মনিকা, নীলকমল ও রসুলপুর ইউনিয়নে মরিচের চাষ বেশি হয়। মরিচ চাষে খরচ কম লাভ বেশি হওয়ায় কৃষকদের মরিচ চাষে আগ্রহ বেশি। কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের নানা রকম সহায়তা দিয়ে যাচ্ছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ