অন্য ইলেকট্রনিকস পণ্যের মতো দেশে টেলিভিশনের বাজারও ক্রমেই বাড়ছে। মোট বিক্রীত ইলেকট্রনিকস পণ্যের মধ্যে টেলিভিশনের বাজারের বর্তমান আকার ৩০ দশমিক ০৩ শতাংশ। ২০২০ সালে বাজারটির অর্থের পরিমাণ ছিল প্রায় ৫ হাজার ৪৫৭ কোটি ১৫ লাখ ৮৫ হাজার ৬৮০ টাকা। ২০২৫ সালে তা বেড়ে ৮ হাজার ৬৫ কোটি ৬১ লাখ ১৭ হাজার ২০০ টাকায় দাঁড়াতে পারে। বাংলাদেশের টেলিভিশন শিল্পের ওপর পরিচালিত ‘মার্কেটিং ওয়াচ বাংলাদেশের’ এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সেমিনারকক্ষে গতকাল বুধবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
গবেষণায় দেখা যায়, টেলিভিশনের বাজারের মধ্যে ‘গ্রে মার্কেট’ বা অননুমোদিত পণ্যের বাজার ১০-১২ শতাংশ। আর স্টিকার বা নকল ব্র্যান্ডের বাজার ৮-১০ শতাংশ। অর্থাৎ দেশে মোট ২০ শতাংশ নকল বা অননুমোদিত টেলিভিশন বাজারে রয়েছে। তা ছাড়া দেশি ব্র্যান্ডের টেলিভিশন ব্যবহারকারীদের ৭০-৮১ শতাংশ কোনো না কোনো সমস্যার কথা জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
দেশি ব্র্যান্ডের টেলিভিশনগুলোর চাহিদা বাড়াতে কিছু সুপারিশ করেছেন গবেষকেরা। উচ্চবিত্ত ক্রেতাদের মনোযোগ আকর্ষণে মাল্টি ব্র্যান্ডিং পদ্ধতি অনুসরণ করা, লেটেস্ট ফিচার যুক্ত করা, অনলাইন মার্কেটিং, ফ্রি ইনস্টলেশন ও ডেলিভারির মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা এবং গবেষণায় মনোযোগ দেওয়া সুপারিশগুলোর মধ্যে অন্যতম।
চলতি বছরের মার্চ থেকে মে মাসে দেশব্যাপী গবেষণাটি পরিচালনা করে মার্কেটিং ওয়াচ বাংলাদেশ।