রেস্তোরাঁয় তামাকপণ্য প্রদর্শনের জন্য রেস্তোরাঁর মালিকদের প্রণোদনা হিসেবে ৪ লাখ থেকে ১৫ লাখ টাকা দিয়ে থাকে তামাক কোম্পানিগুলো। বেসরকারি উন্নয়ন গবেষণা সংগঠন ভয়েসেস ফর ইন্টার্যাক্টিভ চয়েস অ্যান্ড এমপাওয়ারমেন্ট (ভয়েস) পরিচালিত ‘ঢাকা শহরের ধূমপানমুক্ত রেস্তোরাঁগুলোয় ডেজিগনেটেড স্মোকিং এরিয়ায় তামাক কোম্পানির হস্তক্ষেপ’ শীর্ষক গবেষণার ফলে এ তথ্য উঠে এসেছে। গত শনিবার ঢাকার একটি হোটেলে এ তথ্য প্রকাশ করা হয়। ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের (সিটিএফকে) সহযোগিতায় গবেষণাটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অসীম কুমার উকিল এমপি। উপস্থিত ছিলেন সাংবাদিক সালিম সামাদ, ঢাকা আহ্ছানিয়া মিশনের ইকবাল মাসুদ, দ্য ইউনিয়নের সৈয়দ মাহবুবুল আলম তাহিন,সিটিএফকের লিড পলিসি অ্যাডভাইজার মোস্তাফিজুর রহমান প্রমুখ।