১৫ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীর মুক্তির দাবিতে আমতলীতে মানববন্ধন করা হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সহস্রাধিক নেতা-কর্মী তাদের মুক্তির দাবিতে মানববন্ধন করেন।
জানা গেছে, পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগনে আবুল কালাম আজাদকে গত ২১ মে রাতে মাইঠা এলাকায় কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনার ১২ জুন আহত আজাদ বাদী হয়ে ১৫ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর গত মঙ্গলবার পুলিশ আসামিদের আদালতে হাজির করে। এ সময় তাদের মুক্তির দাবিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সহস্রাধিক নেতা-কর্মী মানববন্ধন করে।
পৌর যুবলীগের সভাপতি আরিফ-উল-হাসান আরিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ফকির।