প্রবীণদের প্রতি নিপীড়ন ক্রমান্বয়ে বাড়ছে বলে জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘তথাকথিত শিক্ষিত ব্যক্তিরা পিতা-মাতার প্রতি সীমাহীন উদাসীনতা প্রদর্শন করছে, যা সবসময় আমাকে ব্যথিত করে।’ গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রবীণ সম্মেলন ২০২১-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পিতা-মাতার প্রতি অবহেলা প্রদর্শনকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা এখন বাস্তবতার নিরিখে অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।
সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক, সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশিদ, মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস প্রমুখ।