হোম > ছাপা সংস্করণ

‘টাকাখোকো’ দাবি করে ঘেরাও, সড়ক অবরোধ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বিদ্যুতের প্রি-পেইড মিটারে টাকা দিতেই তা নিমেষে শেষ হয়ে যাচ্ছে। আগে যেখানে গ্রাহকেরা মাসে একবার বিল পরিশোধ করতেন, এখন একাধিকবার টাকা রিচার্জ করতে হচ্ছে। বগুড়ার শিবগঞ্জের মহাস্থানগড় বাজার এলাকার গ্রাহকেরা এসব অভিযোগ তুলেছেন মহাস্থান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) বিরুদ্ধে। সে জন্য শিবগঞ্জে বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন গ্রাহকেরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই মিটার সরকারের নির্দেশেই বসানো হয়েছে। তাঁদের প্রি-পেইড মিটার পরিবর্তন করার কোনো সুযোগ নেই।

কর্মসূচি শেষে একই দাবিতে নেসকোর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন গ্রাহকেরা। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী উপজেলার মহাস্থানগড় বাজার সড়কে মানববন্ধন করা হয়। এতে রায়নগর ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল মণ্ডল, সমাজসেবক আবু বক্কর সিদ্দিক, ফুল মিয়া, জিয়াউর রহমান জিয়া, খাইরুল ইসলাম পলাশসহ হাজার ভুক্তভোগী অংশ নেন।

মানববন্ধনে আগামী এক সপ্তাহের মধ্যে মহাস্থানগড় এলাকার সব প্রি-পেইড মিটার খুলে নিয়ে আগের মিটার প্রতিস্থাপন করার দাবি জানিয়েছেন বক্তারা। এ সময় তাঁরা বলেন, ‘বর্তমান প্রি-পেইড মিটার স্থাপনকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) সাধারণ বৈদ্যুতিক মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটারে আসতে চটকদার অফার দিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। টাকা শেষ হওয়ার পর আবার রিচার্জ করলে সেটিও নিমেষে গায়েব হয়ে যায়। এই মিটার আমরা চাই না।’

বক্তারা আরও বলেন, বর্তমান অগ্নিমূল্যের বাজারে যেখানে আয়ের চেয়ে ব্যয় বেশি, এই মিটারের কারণে মানুষ আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়ছেন। দিন দিন সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে ক্ষোভ বাড়ছে।

এদিকে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী নেসকোর অফিস ঘেরাও করে রাখেন এবং মহাস্থান-শিবগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। একপর্যায়ে পুলিশ এসে তাঁদের শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

পরে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নেসকোকে সাত দিনের সময়সীমা বেঁধে দেন ক্ষুব্ধ গ্রাহকেরা।

এ বিষয়ে মহাস্থানগড় বাজার এলাকার মো. গোলাম রব্বানী শিপন বলেন, ‘আগে ডিজিটাল মিটারে মাস শেষে বিল দিতাম, আর এখন প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করতেই শেষ হয়ে যাচ্ছে। এ সমস্যা শুধু আমার নয়, অনেকের। তা ছাড়া প্রিপেইড মিটারে গ্রাহক হয়রানি বেশি। বারবার টাকা রিচার্জ আসলেই ঝামেলার বিষয়।’

নেসকো শিবগঞ্জের আবাসিক প্রকৌশলী বজলুর রশিদ বলেন, ‘প্রি-পেইড মিটার সরকারের নির্দেশে বসানো হয়েছে। আমরা চাইলেই এটা পরিবর্তন করতে পারব না। বগুড়া শহরের অনেক গ্রাহক প্রি-পেইড মিটার ব্যবহার করছেন। তাঁরা তো এসব অযৌক্তিক দাবি করেননি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ