চট্টগ্রামের বোয়ালখালীর ৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। গতকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, পোপাদিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী ছৈয়দ মো. মোদাচ্ছের ও এস এম জোবায়ের হাসান, শাকপুরার মো. এমরান ও মোজাহের আলম এবং করলডেঙ্গার মো. মুরাদ হাসান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৭ ইউপি নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩২ জন। এর মধ্যে চরণদ্বীপ ইউপির আওয়ামী লীগের প্রার্থী মো. শামসুল আলম, শাকপুরা ইউপির স্বতন্ত্র প্রার্থী মো. এমরান ও আমুচিয়া ইউপির অজিত বিশ্বাসের মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের দিন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আপিল করে মো. এমরান মনোনয়ন ফিরে পেলেও তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মো. শামসুল আলম আপিল করলেও তাঁর মনোনয়ন বাতিলের আদেশ বহাল রাখে আপিল বোর্ড।
ঘোষিত তফসিল অনুযায়ী ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।