‘মানুষের পরিচয় ব্যবহারে, মানুষ আত্মীয় হয়ে ওঠে ঘনিষ্ঠতায়।’ বলেছিলেন প্রবোধ কুমার সান্যাল। নিজের ভেতরের ক্ষোভ, ক্লেশ, হিংসা দূর করে মানুষকে ভালোবেসে আপন করতে পারলেই শান্তি পাওয়া যায়। জীবনে সুখী হতে হলে কিছু নেতিবাচক আচরণ থেকে বের হতে হবে।
সূত্র: ১০০০+ লিটল থিংস