হোম > ছাপা সংস্করণ

আমতলীতে রাস্তার মাটি কেটে ইটভাটায় বিক্রি

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে রাস্তার মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।

রাস্তার মাটি কেটে স্থানীয় প্রভাবশালী ইনজামাল আকন ইটভাটায় বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম তহশিলদার পাঠিয়ে রাস্তার মাটি কাটা বন্ধ করে দিয়েছেন। গতকাল রোববার সকালে আমতলী উপজেলার রায়বালা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত ইনজামাল আকনের শাস্তি দাবি করছেন স্থানীয়রা।

জানা গেছে, উপজেলার রায়বালা গ্রামের ইনজামাল আকন ওই গ্রামের চলাচলের রাস্তার মাটি ইটভাটার মালিক নুর জামালের কাছে বিক্রি করেন। রাস্তার মাটি রোববার সকালে নুর জামাল ভেকু দিয়ে কেটে নেন। স্থানীয়রা বাধা দিলেও ইনজামাল আকন নিজের জমি দাবি করে ইটভাটায় লোকজনকে মাটি কেটে নেওয়ার নির্দেশ দেন। নিরুপায় হয়ে স্থানীয়রা আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলামকে খবর দেন। তিনি ভূমি অফিসের তহশিলদার মো. জাফর মিয়াকে ঘটনাস্থলে পাঠিয়ে রাস্তার মাটি কাটা বন্ধ করে দেন।

স্থানীয় জলিল মৃধা বলেন, ‘ইনজামাল তাঁর রেকর্ডময় জমির মাটির সঙ্গে রাস্তার মাটি ইটভাটায় বিক্রি করে দিয়েছেন। ইটভাটার লোকজন এসে রাস্তার মাটি কেটে নিয়ে গেছে।’

স্থানীয় মুকুল মৃধা বলেন, ‘রাস্তা কেটে মাটি বিক্রি করে দেওয়া অন্যায়।’

প্রভাবশালী ইনজামাল আকন মাটি বিক্রির কথা স্বীকার করে বলেন, ‘আমার রেকর্ড জমির সঙ্গে কিছু রাস্তার মাটি কাটা হয়েছে। রাস্তা আমি মাটি দিয়ে বেঁধে দেব।’

ইটভাটার মালিক নুরজামালের ভগ্নিপতি মো. সবুজ মিয়া বলেন, ‘জমির মালিক যেভাবে জমি মেপে মাটি কাটতে বলেছেন, আমরা সেভাবে মাটি কেটে এনেছি।’

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে তহশিলদার পাঠিয়ে রাস্তার মাটি কাটা বন্ধ করে দিয়েছি। তহশিলদারের প্রতিবেদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ