জামালপুরের ইসলামপুরে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলেকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এই রায় দেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি হলেন মো. রুকনুজ্জামান (৩১)। তিনি উপজেলার পূর্ব শশারিয়াবাড়ী এলাকার বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২১ জুলাই রাত তিনটার দিকে জমি-জমা নিয়ে কলহের জেরে বাবা অজর উদ্দিনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন ছেলে মো. রুকনুজ্জামান। লাঠির আঘাতে গুরুতর আহত বাবা। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পরদিন নিহত আজর উদ্দিনের স্ত্রী কমলা বেগম ইসলামপুর থানায় সৎ ছেলে মো. রুকনুজ্জামানকে আসামি করে মামলা করেন। চার মাস পর ১৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল বাছেদ। দীর্ঘ শুনানি শেষে আদালত গতকাল মো. রুকনুজ্জামানকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেন।