শুরুটা হয়েছিল আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর এনজো ফার্নান্দেজের বর্ণবাদী উদ্যাপনকে ঘিরে। সেই জল গিয়ে গড়ায় আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের উগ্র মন্তব্যে। তাঁর এমন মন্তব্যের জন্য আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ফ্রান্সের কাছে ক্ষমা চেয়েছেন।
কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনাল জয়ের পর ফ্রান্সকে ‘উপনিবেশবাদী’, ‘ভণ্ড’ ও এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী স্লোগানে উদ্যাপন করেন ফার্নান্দেজ। তাঁকে সমর্থন করে দেশটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টরিয়া ভিলারুয়েলস গত বুধবার সামাজিক মাধ্যমে বলেছিলেন, ‘স্টেডিয়ামের একটি স্লোগানের জন্য বা সত্য বলার জন্য কোনো উপনিবেশক দেশ আমাদের ভয় দেখাতে পারবে না। যথেষ্ট পরিকল্পিত জুলুম ও ভণ্ডামি দেখেছি!’
ভিলারুয়েলসের এমন মন্তব্য আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের কোনো ছেদ ঘটবে বলে আশা করছেন লিওনেল মেসিদের প্রেসিডেন্ট।