চাপের মুখে নানা পরিবর্তন আনছে । কোম্পানির নাম বদলের পর এবার ‘চেহারা শনাক্তকরণ’ সফটওয়্যার বন্ধের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
এ সফটওয়্যার দিয়ে ফেসবুকে আপলোড করা ভিডিও বা ছবিতে থাকা মানুষের চেহারা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা ও অন্যদের সুপারিশ করা যায়। অনুমতি ছাড়া এ ধরনের কাজ ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা হস্তক্ষেপ বলে অভিযোগ রয়েছে।
গত মঙ্গলবার ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেরোম পেসেন্টি জানান, চেহারা শনাক্তকরণ সফটওয়্যার কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে এখনো নিয়মকানুন ঠিক করতে পারেনি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। তাই চলমান এ অনিশ্চয়তার মধ্যে সফটওয়্যারটির ব্যবহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।
এখনো তারিখ ঘোষণা করা না হলেও শেষ পর্যন্ত সফটওয়্যারটি বন্ধ করা হবে বলে জানিয়েছেন পেসেন্টি।