কুড়িগ্রামের নাগেশ্বরীতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ২৩ হাজার ২৬০ হেক্টর জমি নির্ধারণ করেছে উপজেলা কৃষি বিভাগ। তা ছাড়া সরিষা ২ হাজার ২২০, ভুট্টা ১ হাজার ৪৪০, গম ৮০০, শাকসবজি ১ হাজার ৮ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ধরেছে।
রবি মৌসুমে চাষের জন্য কৃষকদের সরিষা, ভুট্টা, সূর্যমুখী, গম, বাদাম, মসুর ও খেসারি চাষে প্রণোদনা দেওয়া হবে বলে উপজেলা কৃষি বিভাগ থেকে জানা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, এ মৌসুমে উপজেলার ৭ হাজার, ২৫০ জন কৃষকের রবি শস্য চাষে বীজ ও সার প্রণোদনা দেওয়া হবে।
ইতিমধ্যে সরিষা চাষ শুরু হয়ে গেছে। বিশেষ করে নদী তীরবর্তী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত আমন খেত এবং পানি জমে থাকা পতিত জমিতে দেশি, বারি জাতের সরিষার চাষ শুরু হয়েছে।
কৃষকেরা জানান, নভেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত সরিষা চাষ করা যাবে। গম, ভুট্টাসহ চিনা বাদাম খেত হাল-চাষ দিয়ে প্রস্তুত করছেন কৃষকেরা। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বীজ বপন শুরু হবে। শাকসবজি কিছু এলাকায় তোলা শুরু হয়ে গেছে। কিছু এলাকায় চাষ শুরু হয়েছে। পাশাপাশি ডাল জাতীয় ফসলও চাষ হবে এ মৌসুমে। এ ছাড়া বোরো বীজতলাও প্রস্তুত করছেন অনেক চাষি।