বীরপ্রতীক তারামন বিবির তৃতীয় মৃত্যুবার্ষিকী গত বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলার আরাজী পলাশবাড়ী এলাকার গুচ্ছপাড়ার বাড়িতে ও গ্রামের বাড়ি রাজিবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামের বাড়িতে পারিবারিকভাবে পৃথক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তারামন বিবির ছেলে আবু তাহের বলেন, ‘বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত দুজন নারীর একজন হচ্ছেন আমার মা তারামন বিবি। একাত্তরের রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে পারিবারিকভাবে মিলাদ মাহফিলের আয়োজন করেছি।’
রাজিবপুরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই সরকার আজকের পত্রিকাকে জানান, তারামন বিবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনের কোনো আনুষ্ঠানিকতা ছিল না।