হোম > ছাপা সংস্করণ

তৈরি হবে প্রতিবন্ধীদের জন্য হাসপাতাল

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম

কুড়িগ্রামে প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে সরকার, যা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ মনে করছে, হাসপাতালটি তৈরি হলে জেলার প্রতিবন্ধীদের চিকিৎসা ও পুনর্বাসনের সুবিধা হবে।

কুড়িগ্রাম পৌরসভার চড়ুয়াপাড়া এলাকার ১০ বছরের শিশু রাবিনা আক্তার ভাতা পেলেও থেরাপি আর চিকিৎসা বঞ্চিত হচ্ছে, এতে মানবেতর জীবন যাপন করছে প্রতিবন্ধী এই শিশু। রাবিনার জন্য তার পরিবার একটি পুরোনো হুইলচেয়ার জোগাড় করলেও সেই চেয়ারের চলাচলের জন্য তার বাড়িতে কোনো ব্যবস্থা নেই। ফলে হুইলচেয়ার আর রাবিনার ভাগ্যের চাকা নিশ্চল হয়ে গেছে। দিনমজুর বাবার স্বল্প আয়ের সংসারে তাই রাবিনা অনেকটাই ‘বোঝা’।

২০১১ সালের আদমশুমারির প্রতিবেদন অনুযায়ী কুড়িগ্রামের প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা জেলার মোট জনসংখ্যার ১ দশমিক ৫ ভাগ। বর্তমানে জেলায় প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ৫৩ হাজার। সমাজসেবা কার্যালয়ের বিদায়ী বছরের অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী ভাতাপ্রাপ্ত প্রতিবন্ধীর সংখ্যা ৩৭ হাজার। কুড়িগ্রামের বড়সংখ্যক এই প্রতিবন্ধী মানুষের পুনর্বাসন, সেবা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য জেলায় একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাব দিয়েছে স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘ আমরা একটি বিশেষায়িত হাসপাতালে প্রস্তাব পাঠিয়েছি, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ে রয়েছে। এর জন্য অখণ্ড প্রায় ৯ একর জমির প্রস্তাব ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি বাস্তবায়িত হলে এখানে প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা থাকবে। এর ফলে তাদের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা সম্ভব হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ