গাজীপুর মহানগরীর তুরাগ নদ থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে মহানগরীর গাছা থানার পলাশোনা গুদারাঘাটের উত্তর পাশের পিবিসি ইটভাটার পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করে টঙ্গী নৌ ফাঁড়ির পুলিশ।
লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওই ছাত্রের নাম মোয়াজের বিন আলম (২৩)। তিনি রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার রেজাউল আলম হিরোর ছেলে। এ ঘটনায় বাবা বাদী হয়ে গাছা থানায় মামলা করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, ২৩ জুলাই শনিবার মোয়াজের বিন আলম ঢাকার নিজ বাসা থেকে ইউনিভার্সিটির উদ্দেশে বের হয়ে আর বাসায় ফিরে আসেননি। পরবর্তী সময়ে এ ঘটনায় তাঁর পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করে। সোমবার সকালে মোয়াজের বিন আলমের মরদেহ তুরাগ নদের পূর্ব পাড়ে ভাসমান অবস্থায় পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে শনাক্ত করেন স্বজনেরা।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে জানান, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র মোয়াজের বিন আলম নিখোঁজের পর গত রোববার বাসন থানার ইসলামপুর এলাকার নদীপাড় থেকে তাঁর পরনের পোশাক উদ্ধার করা হয়। সোমবার সকালে পলাশোনা এলাকায় তুরাগ নদে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভাসমান মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।