ঘাটাইলে মসজিদের তালা ভেঙে ব্যাটারি ও বৈদ্যুতিক মোটর চুরি করেছে দুর্বৃত্তরা। উপজেলার জামুরিয়া ইউনিয়নের লাউয়াগ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
মসজিদ কমিটির সভাপতি বিল্লাল হোসেন ও স্থানীয় বাসিন্দারা জানান, গত সোমবার এশার নামাজ শেষে প্রতিদিনের মতো তালা লাগিয়ে চলে যান
মুসুল্লিরা। পরদিন গতকাল মঙ্গলবার মুসুল্লিরা ফজরের নামাজ আদায় করতে গিয়ে দেখেন মসজিদের মূল দরজার তালা ভাঙা। তাঁরা মসজিদের ভেতরে গিয়ে দেখেন সোলার প্যানেল ও আইপিএসের দুটি ব্যাটারি ও পানিসরবরাহের কাজে ব্যবহৃত একটি বৈদ্যুতিক মোটর চুরি গেছে।
মসজিদ কর্তৃপক্ষের দাবি চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য হবে ৫০ হাজার টাকা।