দৌড়ে সড়ক পার হতে গিয়ে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল রোববার বিকেলে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রিমা খাতুন (৬)। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার সিমছাপুর গ্রামের মৃত সম্রাজ আলীর মেয়ে।
তাকে নিয়ে তার মা ও নানি ঘটনাস্থলের পাশেই গুচ্ছগ্রামে ভাড়া থাকেন। সেখানে থেকে পাথর শ্রমিক হিসেবে কাজ করেন রিমার মা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘর থেকে বের হয়ে পাশের সড়কে যায় রিমা। সে দৌড়ে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় একটি বিআরটিসি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক সুকোমল ভট্টাচার্য বলেন, ঘটনাস্থলেই শিশুটি মারা গেছে। শিশু নিহতের ঘটনায় পুলিশ আইনি পদক্ষেপ নিচ্ছে।