সাতক্ষীরার পাটকেলঘাটায় থানা প্রশাসনের উদ্যোগে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেল সাড়ে ৫টায় পাটকেলঘাটা ঐতিহাসিক ফুটবল মাঠে তা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বাবলুর রহমান। খেলায় থানার পাঁচটি ইউনিয়ন অংশগ্রহণ করে। ইউনিয়নগুলো হলো- ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, কুমিরা, খলিষখালী। খেলার পয়েন্ট তালিকার ভিত্তিতে ধানদিয়া ও খলিষখালী ইউনিয়ন ফাইনালে উত্তীর্ণ হয়। খেলা পরিচালনা করেন পাটকেলঘাটা থানার এসআই জয়বালা। এ সময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার এসআই তারিকুল ইসলাম, সোলাইমান হোসেন, মশিউর রহমান প্রমুখ।