হোম > ছাপা সংস্করণ

বিশ্ব কিডনি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

টাঙ্গাইল ও সখীপুর প্রতিনিধি

টাঙ্গাইলে বিশ্ব কিডনি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের উদ্যোগে শেখ হাসিনা মেডিকেল কলেজের গেটের সামনে থেকে একটি শোভাযাত্রা করা হয়।

শোভাযাত্রাটি হাসপাতাল ক্যাম্পাসসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। এ সময় বক্তব্য দেন ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার সুকুমার সাহা, সিনিয়র ম্যানেজার মামুন উর রশিদ তালুকদার এবং ক্যাম্পসের ক্রয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম রনজু প্রমুখ

এদিকে সখীপুরে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কিডনি দিবসের এবারের প্রতিপাদ্য ‘সুস্থ কিডনি সবার জন্য-জ্ঞানের সেতুবন্ধনে সাফল্য’। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কিডনি আওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) এই শোভাযাত্রার আয়োজন করে।

কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এ শোভাযাত্রার আয়োজন করা হয় বলে জানান আয়োজকেরা। শোভাযাত্রাটি সখীপুর থানা সংলগ্ন ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টার থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সখীপুর ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের চিকিৎসক মো. ওমর ফারুক, মো. আবু নাঈম, মো. লোকমান হোসাইন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমবিয়া সুলতানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ