অস্ত্র প্রতিযোগিতায় চীনের সঙ্গে টেক্কা দিতে ডেস্ট্রয়ার ‘আইএনএস বিশাখাপত্তনম’ নামের একটি নতুন যুদ্ধজাহাজ নিয়ে এসেছে ভারত। গতকাল রোববার মুম্বাইয়ের নৌ ডকইয়ার্ডে জাহাজটির উদ্বোধনের সময় চীনকে ‘কাণ্ডজ্ঞানহীন দেশ’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চীন জাতিসংঘের সমুদ্র আইনের ভুল সংজ্ঞা দিচ্ছে বলেও ইঙ্গিত করেন তিনি। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
রাজনাথ সিং বলেন, ‘পক্ষপাতমূলক স্বার্থ এবং আধিপত্য বিস্তারের প্রবণতা নিয়ে কিছু “কাণ্ডজ্ঞানহীন” দেশ সমুদ্র আইন নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে।’ তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি।
ডেস্ট্রয়ার বিশাখাপত্তনমে সুসজ্জিতভাবে রাখা হয়েছে ক্ষেপণাস্ত্র। স্থলে এবং আকাশে টার্গেট করে নিক্ষেপ করার জন্য সুপারসনিক ক্ষেপণাস্ত্রও রয়েছে এ তালিকায়। এর সঙ্গে রয়েছে অ্যান্টি-সাবমেরিন রকেট। উদ্বোধনের সময় ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।