হোম > ছাপা সংস্করণ

ঢাকার মোহামেডানে ঝালকাঠির মিরাজ

ঝালকাঠি প্রতিনিধি

বিদেশিদের সঙ্গে খেলেনি। তাতে সমস্যা নেই। বিদেশিরা লম্বা। শক্তিতেও এগিয়ে। কিন্তু ফুটবল তো বুদ্ধির খেলা। সেই বুদ্ধির খেলায় জিততে চায় ঝালকাঠির ছেলে মিরাজুল ইসলাম মিরাজ। সেই দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই পেরিয়েছে নানা চড়াই-উতরাই। অবশেষে ভিড়েছে ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে। তবে স্বপ্ন বরাবর লাল-সবুজের জার্সি গায়ে জড়ানো।

মিরাজুল ইসলাম মিরাজের বাড়ি ঝালকাঠি সদরের শেখের হাট গ্রামে। বাবা-মায়ের তিন ছেলের মধ্যে সবার ছোট সে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি টান ছিল তার। সেই টান থেকেই বিকেএসপিতে ভর্তি। ঢাকায় তৃতীয় বিভাগ, বাফুফে একাডেমিতে টিকে যাওয়া, চ্যাম্পিয়নশিপ লিগে খেলা শেষে প্রিমিয়ার লিগে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে খেলার সুযোগ পেল মিরাজ।

মিরাজ জানায়, চলমান বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে (বিসিএল) খেলেছে বাফুফের এলিট একাডেমি। ১০ ম্যাচে এক হ্যাটট্রিকসহ ১০ গোল করেছে এই ফরোয়ার্ড। এখন মোহামেডানের জার্সিতেও গোল করতে চায়। মোহামেডান তাকে দলে নেবে, সেটা জেনে প্রথমে বিশ্বাসই করতে পারেননি। মিরাজ বলে, ‘আমাকে একদিন পাপ্পু (রাশেদ পাপ্পু, একাডেমির কোচ) স্যার বলছিলেন ‘তোমাকে বিপিএলের একটা ক্লাব ডেকেছে। তবে ক্লাবের নাম বলেননি। আমি ভেবেছিলাম স্যার মজা করছেন।’ আরেক দিন স্যার বলেন ‘তুমি তো আমাদের ছেড়ে মোহামেডানে চলে যাচ্ছ। তখন বিশ্বাস হলো।’

মিরাজ বিকেএসপির বরিশাল কেন্দ্রের দশম শ্রেণির শিক্ষার্থী। ২০১৭ সালে ভর্তি হয়েছিল ষষ্ঠ শ্রেণিতে। ঝালকাঠিতে বিকেএসপির ট্রায়াল হয়। সে ট্রায়ালে টিকে গেলে মিরাজ চলে যায় সাভার বিকেএসপিতে। সেখানে পুনরায় ট্রায়ালেও টিকে যায় মিরাজ। তাকে নির্বাচন করা হয় বিকেএসপি বরিশাল কেন্দ্রের জন্য।

২০২০ সালে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবলে অংশ নেয় মিরাজ। সুযোগ পায় বরিশাল বিভাগীয় দলেও। যে দলটি চ্যাম্পিয়ন হয় ফাইনালে চট্টগ্রাম বিভাগকে ২-১ গোলে হারিয়ে।

প্রিমিয়ার লিগে সব দলেই বিদেশি খেলোয়াড় রয়েছে। তাঁদের সঙ্গে খেলতে ভয় পাবে কি না জানতে চাইলে সে বলে, ‘প্রশ্নই ওঠে না। আমি কখনো বিদেশি খেলোয়াড়দের বিপক্ষে খেলিনি। তাতে সমস্যা নেই। ওরা আমার চেয়ে লম্বা ও শক্তিতে হয়তো এগিয়ে। কিন্তু আমাকে খেলতে হবে বুদ্ধি দিয়ে। ফুটবল যে বুদ্ধিরও খেলা।’

দেশে মিরাজের কোনো পছন্দের খেলোয়াড় নেই। সে মেসি, নেইমার ও ক্রিশ্চিয়ান রোনালদোর ভক্ত।

তিনজনের মধ্যে যদিও সে মেসিকেই সেরা মনে করে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ