কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার মির্জাপুর এলাকার ব্রহ্মপুত্র নদের চরে এ খেলা অনুষ্ঠিত হয়। চরফরাদী ইউনিয়ন যুবসমাজ এ খেলার আয়োজন করে।
গত মঙ্গলবার দিনব্যাপী উপজেলার মির্জাপুর এলাকার ব্রহ্মপুত্র নদের চরে বনভোজনের আয়োজন করে চরফরাদী ইউনিয়ন যুবসমাজ। এতে উপস্থিত শত শত লোকজনকে বিনোদন দিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙা খেলার আয়োজন করা হয়। এতে ২০ জন প্রতিযোগী অংশ নেন। ২০তম প্রতিযোগী উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান হাঁড়ি ভেঙে জয়ী হন। এই খেলা উপভোগ করেন শত শত উৎসুক দর্শক।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, হাজি জাফর আলী কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান সোহেল, ইলিয়াস খান প্রমুখ।