নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রেনে কাটা পড়ে মো. ইয়াছিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার চৌমুহনী পৌর এলাকার গণিপুর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন গণিপুর এলাকার একটি খামারে কাজ করতেন। প্রতি রাতে ওই খামার পাহারা দিতেন তিনি। প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাতেও খামার পাহারা দিতে বাড়ি থেকে বের হন।