মহামারি করোনাভাইরাস প্রতিরোধে মাগুরার শালিখায় উচ্চ মাধ্যমিক কলেজ, আলিম মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৮৬৮ জন এইচএসসি পরীক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ টিকা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম, ডা. গৌরব ব্যানার্জি, ডা. আফজাল হোসেন, মাগুরা জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রাশেদ কুমার, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায় প্রমুখ।