হোম > ছাপা সংস্করণ

মাহাদিয়ার গানে নামিরার ভিডিও নির্দেশনা

বাংলাদেশের চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। এই দম্পতির দুই মেয়ে নামিরা ও মাহাদিয়া এবার ঈদে মডেল হয়েছেন বাটা জুতোর। বাটার বিলবোর্ড থেকে শুরু করে প্রতিটি শোরুমে এখন শোভা পাচ্ছে দুই বোনের ছবি। নতুন খবর হলো, ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন তাঁরা।

নাইম-শাবনাজের ছোট মেয়ে মাহাদিয়া নাঈম ছোটবেলা থেকেই গান করেন। নানা সময় সামাজিক যোগাযোগমাধ্যম এবং নিজের ইউটিউব চ্যানেল ‘মাহাদিয়া নাঈম’-এ বিভিন্ন কাভার সং এবং বাবার সঙ্গে গাওয়া গান প্রকাশ করেছেন মাহাদিয়া। এবার তিনি গাইলেন তাঁর প্রথম মৌলিক গান। গানের শিরোনাম ‘দিনগুনে’। লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাবা নাঈম ও মা শাবনাজ। সংগীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান এবং সংগীতায়োজনে সাউ-হ্যাকার। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহাদিয়ার বড় বোন নামিরা নাঈম। চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন আবির স্বপ্নবাজ।

জীবনের প্রথম মৌলিক গান প্রসঙ্গে মাহাদিয়া বলেন, ‘কিছুদিন আগে গান নিয়ে পরিকল্পনা হয়। তখনই দিনগুনে গানটি শুনি। গানের কথা সহজ, সুন্দর; সুরটাও ভীষণ ভালো লাগে। তাই প্রথম মৌলিক গান হিসেবে গানটি গাওয়ার সিদ্ধান্ত নিই।’

নামিরা বলেন, ‘বাবা যখন নাটক নির্মাণ করতেন তখন আমি ক্যামেরার পেছনে বা মনিটরের সামনে বসে থাকতাম। সেখান থেকেই নির্মাণের প্রতি আমার আগ্রহ জন্মে। নিজের বোনের প্রথম মৌলিক গান বলেই সিদ্ধান্ত নিলাম মিউজিক ভিডিও নির্মাণের। ভিডিও পরিকল্পনা, শুটিং লোকেশন ঠিক করা—সবই আমার।

ভিডিওটি আমার মা-বাবাসহ টিমের সবাই খুব পছন্দ করেছেন। আশা করছি, দর্শক-শ্রোতারও ভালো লাগবে।’

মাহদিয়া জানান, আজ বিকেলে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলের পাশাপাশি স্পোটিফাই, অ্যাপল মিউজিক, আমাজন মিউজিকে উপভোগ করা যাবে গানটি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ