সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘আমাদের নৈতিক দায়িত্ব গুণীজনের সম্মান করা। এতে সমাজে ভ্রাতৃত্বের সৃষ্টি হয়। সুন্দর, শান্তির ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সুমন চন্দ্র দাশের মতো কর্মকর্তা-কর্মচারীর কোনো বিকল্প নেই।’
বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় দ্বিতীয় সচিব (শ্রম) হিসেবে নিযুক্ত হওয়ায় বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র দাশের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পৌর সহায়ক কমিটির সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে গতকাল তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী।
পৌর সহায়ক কমিটির সদস্য রফিক হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু প্রমুখ।