হোমনা উপজেলায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মালেক আফসারী ও মাথাভাঙ্গা ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. স্বপন খান। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাঁদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বিল্লাল মেহেদী বলেন, ঋণ খেলাপীর কারণে ঘাগুটিয়া ইউপির জাতীয় পার্টির প্রার্থী মো. মালেক আফসারীর এবং মামলা সংক্রান্ত সমস্যার কারণে মাথাভাঙ্গা ইউপির স্বতন্ত্র প্রার্থী মো. স্বপন খানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে তাঁরা এ ব্যাপারে আপিল করতে পারবেন।
এদিকে মনোনয়নপত্র অবৈধ হওয়া প্রার্থীরা তাঁদের প্রার্থিতা ফিরে পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপিল করবেন বলে জানিয়েছেন।
উপজেলার ৯ ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৫১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩১৭ জনসহ মোট ৪৬৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।