হোম > ছাপা সংস্করণ

চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় গাজীপুর মহানগর ছাত্রলীগের ৫৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. রিপন হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করার পর গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রিপন ময়মনসিংহের পাগলা থানার গয়েশপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর মাছিমপুরের নামাবাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।

টঙ্গীতে অবস্থিত হামিম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ক্রিয়েটিভ কালেকশন লিমিটেড মহাব্যবস্থাপক কামাল হোসেন জনির কাছে চাঁদা দাবি করার মামলায় রিপনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে কামাল বলেন, ‘গত বৃহস্পতিবার কারখানায় একটি কার্ড পাঠান রিপন। পরে শনিবার সকালে মোবাইল ফোনে কল করেন রিপন। অনুষ্ঠানের কথা বলে তিনি আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে হত্যার পর লাশ গুম করে ফেলার হুমকি দেন। রোববার দুপুরে রিপনের নামে থানায় মামলা করেছি।’

গাজীপুর মহানগরীর ৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ নিরব বলেন, ব্যক্তির অপরাধের দায় সংগঠন নেবে না। রিপনকে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, চাঁদাবাজির মামলায় রিপনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ