অভিনয় থেকে বিদায় নিলেও তারকা জুটি নাঈম ও শাবনাজ একসময় প্রযোজনা করতেন। নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘নাঈম প্রোডাকশন’ থেকে বেশ কিছু নাটক বানিয়েছেন তাঁরা। পরবর্তী সময়ে প্রযোজনাও বন্ধ করে দেন তাঁরা। দীর্ঘ প্রায় এক যুগ পর আবারও সচল হলো ‘নাঈম প্রোডাকশন’। তবে নাটক নয়, দুটি নন-ফিকশন অনুষ্ঠান দিয়ে প্রযোজনায় ফিরলেন নাঈম ও শাবনাজ।
এর মধ্যে একটি অনুষ্ঠানের নাম ‘বাংলার রেসিপি’। এ অনুষ্ঠানে তারকারা গল্প-আড্ডায় নিজেদের প্রিয় খাবার রান্না করেন। শেফ জয়নব জলিকে নিয়ে তারকারা রান্না করে সেখানেই খাওয়াদাওয়ার পর্বটি সেরে নেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শান্তা জাহান। আফতাব বিন তমিজের গ্রন্থনা ও পরিকল্পনায় ‘বাংলার রেসিপি’ পরিচালনা করছেন জাহিদ হোসেন সুমন। একুশে টিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি।
সম্প্রতি ‘বাংলার রেসিপি’র শুটিংয়ে শাবনাজের আমন্ত্রণে অতিথি হয়ে এসেছেন ঈশিতা ও অপু বিশ্বাস। শুধু তাঁরাই নন, শাবনাজের আমন্ত্রণে এই অনুষ্ঠানে অতিথি হয়েছেন রফিকুল আলম, আবিদা সুলতানা, আঁখি আলমগীর, নিপুণ, তাহমিনা সুলতানা মৌ, দেবাশীষ বিশ্বাস, দিলারা জামান, সোনিয়া প্রমুখ। প্রযোজক শাবনাজকেও একটি পর্বে অতিথি হিসেবে দেখা যাবে। শাবনাজ বলেন, ‘আমার কাছে অনুষ্ঠানের ভাবনাটা ভীষণ ভালো লেগেছে। তারকারা আগ্রহ নিয়ে এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। প্রত্যেকে তাঁদের প্রিয় খাবার সম্পর্কে বলছেন। এমন একটি অনুষ্ঠান প্রযোজনা করার অনুভূতি অসাধারণ।’
এরই মধ্যে নাইম-শাবনাজের প্রযোজনায় ‘আমার স্বপ্ন আমার ঘর’ নামে আরেকটি অনুষ্ঠান তৈরি হয়েছে। শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় এই সেলিব্রিটি টক শোর ৫২ পর্বের দৃশ্যধারণ শেষ হয়েছে। এ অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায়।