সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবে নতুন করে সদস্য ও সহযোগী সদস্য পদ পেয়েছেন ১০ সংবাদকর্মী। গত শনিবার অনুষ্ঠিত প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী দুটি পদের বিপরীতে জমাকৃত ১৫টি আবেদনপত্র যাচাই বাছাই করা হয়। উপ কমিটির প্রস্তাবে ৬ জনেকে পূর্ণাঙ্গ সদস্য ও ৪ জনের সহযোগী সদস্য পদ অনুমোদন করা হয়।
পূর্ণাঙ্গ সদস্য পদ প্রাপ্তরা হলেন দৈনিক যশোর পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক খুলনা ও ভোরের কাগজের দেবহাটা প্রতিনিধি ফরহাদ হোসেন সবুজ, দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার সুমন ঘোষ (সুজন), দৈনিক সাত নদীর নিজস্ব প্রতিনিধি লিটন ঘোষ বাপ্পি, দৈনিক জন্মভূমির দেবহাটা প্রতিনিধি মিজানুর রহমান ও দৈনিক নওয়াপাড়ার দেবহাটা প্রতিনিধি রুহুল আমিন।
এ ছাড়া সহযোগী সদস্য পদপ্রাপ্তরা হলেন, দৈনিক কালের চিত্রের ভ্রাম্যমাণ প্রতিনিধি সজল ইসলাম, দৈনিক অনির্বাণের নিজস্ব প্রতিবেদক আব্দুল আলিম মিঠু, দৈনিক খুলনা টাইমসের দেবহাটা প্রতিনিধি উত্তম কুমার ধাড়া এবং দৈনিক কালের চিত্রের পারুলিয়া ইউনিয়ন প্রতিনিধি ডা. মনিরুজ্জামান মণি।