হোম > ছাপা সংস্করণ

কাগজ দিয়ে যা বানাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাতের কাছে কাগজ বা লিফলেট পেলেই যদি নৌকা বা প্লেন বানাতে ইচ্ছা করে, তবে ডিআইওয়াই পেপার ক্র্যাফট অ্যাপটি নামাতে পারো। কীভাবে কী বানাতে হবে তার বিস্তারিত অ্যাপটিতে থাকা ভিডিওতেই পাবে। ভিডিওতে কাগজের মাপ বলে দেওয়া হয়। ফলে সহজেই মাপ বুঝে কাগজ কাটতে পারবে। কাগজ দিয়ে রঙিন ছাতা, প্লেন, পেন হোল্ডার, কচ্ছপ, কুকুরছানা, হাঁস, মাছ, পাখি, বিড়াল, ইঁদুর, খেলনাসহ আরও অসংখ্য জিনিস বানাতে পারবে সেখানে।

চারটি ভিন্ন অভিব্যক্তির ইমোজি একসঙ্গে কীভাবে বানানো যায়, তা-ও দেখানো হয়েছে অ্যাপটিতে। তবে ইমোজি বানানোর আগে একটু আঁকাআঁকি শিখতে হবে।

অ্যাপটি চালু করলেই কিডস ক্র্যাফট, হোম ডেকোরেশন, স্কুল ক্র্যাফট, বার্থডে কার্ড, স্ক্র্যাপ ক্র্যাফট, গিফট বক্স, ইজি ক্র্যাফটস, কালার পেপার ক্র্যাফট, ওয়েস্ট পেপার ক্র্যাফট এবং অরিগামি ক্র্যাফটের সেকশন পাবে। সব বিভাগের জন্য রয়েছে আলাদা আলাদা ভিডিও।

নিচে থাকা ওয়াচ অল ভিডিওস অপশনে ক্লিক করলে সব ভিডিওর লিস্ট একসঙ্গে চলে আসবে। ভিডিওতে দেখানো সব ধাপ অনুসরণ করতে হবে। অরিগামির দুনিয়ায় তুমি একদম নতুন হলে কিডস ক্র্যাফট সেকশনটির ভিডিও দেখে শুরু করতে পারো তোমার কাজ। বাকিগুলো তোমার কাছে কঠিন মনে হতে পারে। তবে কাছেপিঠে কারও জন্মদিন থাকলে কাগজের তৈরি কার্ড বানানো শিখে ফেলতে পারো।

বন্ধু বা ভাই-বোনের জন্মদিনের জন্য হাতে বানানো কার্ড উপহার দিলে তারা সেটা যত্ন করে রেখে দেবে। শুধু অরিগামি নয়, পুরোনো কাগজ কাজে লাগিয়ে কীভাবে বাটি, শোপিস বানানো যায়, সেটাও ভিডিও দেখে শিখতে পারবে। চাইলে ভিডিও দেখে কাগজের তৈরি চা খাওয়ার কাপ দিয়ে ফুলদানিও বানাতে পারো।

গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং ৪.৪। অ্যাপটি এ পর্যন্ত ১ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ